ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় তিন গরুসহ পিকআপভ্যান জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
আশুলিয়ায় তিন গরুসহ পিকআপভ্যান জব্দ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ার একটি আঞ্চলিক সড়কের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় তিনটি গরুসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে আশুলিয়ার ঘোষবাগে সোনিয়া গার্মেন্টসের সামনের শাখা রাস্তা থেকে গরুসহ ওই নম্বরবিহীন পিকআপভ্যানটি জব্দ করা হয়।

তবে গরুগুলোর প্রকৃত মালিকের খোঁজ না পাওয়ায় স্থানীয় কোনো খামারে রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির। তিনি বলেন, সকালে স্থানীয়রা রাস্তার পাশে তিনটি গরুবোঝাই একটি পিকআপ দীর্ঘ সময় পড়ে থাকতে দেখেন। গরুগুলোর পা বাঁধা ছিল। কোনো মালিকের খোঁজ না পাওয়ায় পরে তারা পুলিশকে জানায়। খবর পেয়ে আমরা সেখানে পৌঁছেগরুসহ পিকআপভ্যানটি উদ্ধার করি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরুগুলো চুরি করে ধরা পড়ার ভয়ে ওই স্থানে রেখে পালিয়েছে চোরেরা। তদন্ত করে গরুগুলোর প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকেরও চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসএফ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।