ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েলসহ গ্রেফতার ৪

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
নীলফামারীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েলসহ গ্রেফতার ৪

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় বিদ্যুতের চোরাই ট্রান্সফরমারের কয়েলসহ ট্রান্সফরমার চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ

সোমবার দিনগত রাতে (২০ ডিসেম্বর) ডিবির একটি টিম জলঢাকা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

ডিবি সূত্র জানায়, গোয়োন্দা তথ্যের ভিত্তিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দশনায় ভাঙারির দোকানদার  আব্দুল গফ্ফার ও আইয়ুব আলিকে গ্রেফতার করা হয়।

তারা ঘটনার দায়  স্বীকার করে তাদের সহযোগিদের তথ্য দিলে ঐ অভিযানেই গ্রেফতার করা হয় মিলন দাস ও  রিপন দাসকে। এক পর্যায়ে গ্রেফতার মিলন দাসের হেফাজত থেকে ৪ কেজি চোরাই ট্রান্সফরমারের তামার কয়েল উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকতা এসআই রনি কুমার পাল জানান, গত ৩০ সেপ্টেম্বর জলঢাকা থানার শিমুল বাড়ি ইউনিয়নের ঘুঘুমারী এলাকার একটি বৈদ্যুতিক পিলার থেকে দুইটি ট্রান্সফরমার চুরি হয়। ওই ঘটনায় জলঢাকা থানায় মামলা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার ডিবি পুলিশের ন্যস্ত করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।