ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হেরোইনসহ চেয়ারম্যানের বাবা আটক!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
হেরোইনসহ চেয়ারম্যানের বাবা আটক!

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বাবাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মজিবুর রহমান (৫৪)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বাবা।  

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী রাতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মজিবুর ও তার ছেলে সোহেলের নামে থানায় একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চলানো হয়। এ সময় তার বাড়ি থেকে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তাকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান- এই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।