ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে শিশুকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
যশোরে শিশুকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনি

যশোর: যশোর সদর উপজেলায় শিশুকে ধর্ষণের চেষ্টাকালে সরোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার লেবুতলা ইউনিয়নে কাঠাল বাগানে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার সরোয়ার সদর উপজেলার লেবুতলা দক্ষিণ পাড়ার বাসিন্দা, বর্তমানে সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।  

প্রতাক্ষদর্শী ও পুলিশ জানায়, লেবুতলার একটি শিশু মেয়েকে ফুসলিয়ে কাঠাল বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সরোয়ার। এসময় মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে সরোয়ারকে গণপিটুনি দেয়। পরে আবার স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আলমগীর হোসেন বলেন, সরোয়ারকে আটক করে পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হবে বলেও জানান এস আই আলমগীর।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
ইউজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।