ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
মতিঝিলে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা: রাজধানীর মতিঝিল থেকে ৫০ কেজি গাঁজাসহ মো. রাকিব ব্যাপারী নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এস এম হাসান সিদ্দিকী।

 

তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ রাকিবকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার রাকিব দীর্ঘদিন ধরে গোপনে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা বহন করে নিয়ে এসে ঢাকা মহানগর, গাজীপুর শহরসহ ঢাকার আশপাশের এলাকায় বিক্রি করতেন।

এই ঘটনায় মতিঝিল থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।