ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আগুনে পুড়ল মুক্তিযোদ্ধাসহ ছয়জনের দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
আগুনে পুড়ল মুক্তিযোদ্ধাসহ ছয়জনের দোকান

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আগুনে পুড়ে গেছে মুক্তিযোদ্ধাসহ ছয়জনের দোকান।

বুধবার (২১ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু জানান, প্রতিদিনের মতো বেচা-কেনা করে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা নিজ নিজ বাড়ি চলে যান। হঠাৎ মধ্যরাতে বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আদিতমারী ফায়ার সার্ভিসকে খবর দেন। স্টেশন থেকে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফায়ার সার্ভিসের দলটি ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেন।

এরই মধ্যে ওই বাজারের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিব, আতিকুর রহমান, আজিজার রহমান,পাইলট, আজিজুল ইসলাম ও নুর আমীনের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।