ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
যশোরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

যশোর: যশোরের বাঘারপাড়ায় ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার খাজুরা দিশা শিশু নিকেতনের সামনে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ভ্যানচালক আকাশ ঋষি (২৫) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামের সদ্বীপ ঋষির ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বাঘারপাড়ার বারীনগর ভাটার আমতলা মোকামে সবজি বিক্রি করে আকাশ ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দিশা শিশু নিকেতনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক আকাশের। তবে দুর্ঘটনার সময় ভ্যানে কোনো আরোহী ছিল না।

বারোবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ট্রাক ও চালককে আটক করা যায়নি। ভ্যানচালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
ইউজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।