ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় বেকার যুবক-নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ঋণের চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
টুঙ্গিপাড়ায় বেকার যুবক-নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ঋণের চেক বিতরণ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মক্ষম বেকার যুবক-নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে।  

কর্মসংস্থান ব্যাংক টুঙ্গিপাড়া শাখার উদ্যোগে এই চেক বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন।  

গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ডিডিএলজি আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, জেলা পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস প্রমুখ।  

পরে শতকরা ৯ টাকা সুদের বিপরীতে ১০২ জন যুবক-নারীদের সাবলম্বী করতে ১ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকার চেক উদ্যোক্তাদের (যুবক-নারীদের) হাতে তুলে দেওয়া হয়।  

এর আগে অতিথিরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।