ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মহাসড়কের পাশে পড়ে ছিল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
মহাসড়কের পাশে পড়ে ছিল বৃদ্ধার হাত-পা বাঁধা মরদেহ

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে মহাসড়কের পাশ থেকে শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কুল্লা ইউনিয়নের কচমচ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই নারীকে হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় মৃত দেখতে পায় এবং মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে একটি মেক্সি ও শীতের পোশাক ছিল। তাকে দেখতে পাগলের মতো মনে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো গাড়ি হয়তো তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে গেছে।  

মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এসএফ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।