ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্লাস্টিকের ড্রামে মিলল ১০০ বোতল ফেনসিডিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
প্লাস্টিকের ড্রামে মিলল ১০০ বোতল ফেনসিডিল ফেনসিডিলসহ আটক ২ মাদক কারবারি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ বরপার একটি ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রাম থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই সময় আটক করা হয়েছে দুই মাদক কারবারিকে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোরে রূপগঞ্জ থানাধীন বরপার খালপাড় সংলগ্ন শামীম সাউদের ভাড়াটিয়া বাসা থেকে ওই মাদক উদ্ধার করা হয়।  

আটকরা হলেন- রূপগঞ্জ থানার মৃত ফজলুল করিমের ছেলে মো. শামীম পাটোয়ারী (৪১) ও মৃত আবুল হোসেনের ছেলে বিদাল হোসেন (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরপার শামীম পাটোয়ারীর বাড়িতে অভিযান চালায় ডিবি। এ সময় আটক মো. শামীম পাটোয়ারীর স্বীকারোক্তি ও দেখানো তার বাড়ির প্রতিবেশী শামীম সাউদের টিনসেড ভাড়া দেওয়া ঘরের ভেতরে কালে রংয়ের ঢাকনাযুক্ত একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪টি প্যাকেটে ২৫ বোতল করে মোট ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।