ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খেলার সময় পাইপ চাপায় শিশু নিহত, আহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
খেলার সময় পাইপ চাপায় শিশু নিহত, আহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় খেলা করার সময় সিমেন্টের রিং পাইপের নিচে চাপা পড়ে নুপুর (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আয়েশা (৬) নামে আরেক শিশু আহত হয়।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসদাইর বস্তির সামনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ড্রেন ও রাস্তার কাজ করছেন একজন ঠিকাদার। এ কাজের জন্য মাটি খুঁড়ে সেখান থেকে পুরোনো চার ফুট মোটা সিমেন্টের ১৫/২০টি রিং পাইপ উঠিয়ে একটির ওপর আরেকটি রেখে দেয়া হয়। কয়েকদিন ধরে সেই পাইপের কাছেই বস্তির দিন মজুরের শিশু সন্তানরা বসে খেলা করে আসছে। এদিন খেলার সময়েই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন পালিয়ে গেছে।

ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের গাফিলতির কারণে পাইপ গড়িয়ে পড়ে ইসদাইর বস্তির দিনমজুর মিলনের শিশু মেয়ে নুপুর নিহত হয়েছে। একই বস্তির বাসিন্দা পাঁখির শিশু কন্যা আয়েশা গুরুতর আহত হয়েছে। এটা দুঃখজনক। এর বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।