ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সখীপুরে বাইকে ট্রাকের ধাক্কা, মামা-ভাগ্নে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
সখীপুরে বাইকে ট্রাকের ধাক্কা, মামা-ভাগ্নে নিহত প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দোকানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী দুই যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো মামা-ভাগ্নে।


 
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথরপুর এলাকায় বাটাজোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ইছাপুর এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. মাসুদ (২৫) ও একই গ্রামের আবদুস সালামের ছেলে সাকিব (২০)।  

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির বলেন, মাসুদ ও সাকিব সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাটাজোড় বাজারে তাদের দোকানে যাচ্ছিলেন। পথে পাথরপুর এলাকায় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে।  

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।