ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
আশুগঞ্জ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাঈম ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে স্টেশনের প্ল্যাটফরমে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত নাঈম নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাতেম আলী ভূইয়া জানান, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ বিলম্বে রাত সাড়ে ৩টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এসময় ট্রেনের পেছনের দুই বগি থেকে দুই যুবক ট্রেন থেকে নামলে ছিনতাইকারীরা তাদের সামনে ছুরি ধরে সঙ্গে থাকা টাকা-মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর ছিনতাইকারীরা নাঈমের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাঈমের।  

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।