ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বাইকে ট্রাকের ধাক্কা, ছেলে-মেয়ের সামনেই প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
বাইকে ট্রাকের ধাক্কা, ছেলে-মেয়ের সামনেই প্রাণ গেল স্বামী-স্ত্রীর

নওগাঁ: দুই ছেলে-মেয়েকে নিয়ে বাইকে করে বেড়াতে যাচ্ছিলেন মিলন (৩৫) ও লিপি (৩২) দম্পতি। কিন্তু পথে ট্রাকের ধাক্কায় সন্তানদের চোখের সামনেই প্রাণ হারিয়েছেন তারা।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তাদের তিন বছরের ছেলে আর আট বছরের মেয়ে আহত হয়েছে। নিহতদের বাড়ি নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল জানান, দুপুরে মিলন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি মান্দা উপজেলার মৈনম এলাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে হাপানিয়া এলাকায় একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। এতে আহত হন তাদের সন্তানরা।  

ওসি আরও জানান, পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।