ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোটারদের দুধ খাওয়াচ্ছেন গাভী প্রতীকের প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
ভোটারদের দুধ খাওয়াচ্ছেন গাভী প্রতীকের প্রার্থী

দিনাজপুর: বিশাল একটি গামলায় গরম করা হচ্ছে কেজি কেজি দুধ। গামলার চারপাশে দুধ পান করার জন্য ভিড় করছেন অনেকেই।

প্রথম দেখায় দুধ বিক্রির দোকান মনে হলেও বাস্তবে তা নয়।  

শুধু ভোটারদের জন্য এই আয়োজন করেছেন নির্বাচনে অংশ নেওয়া গাভী মার্কার এক প্রার্থী। প্রার্থীর এমন ব্যতিক্রমী উদ্যোগে অনেকেই অবাক হয়েছেন।  

গাভী মার্কার ওই প্রার্থীর নাম মাহাবুব রহমান। তিনি এবার দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজি. নং রাজ-২৪৫) ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনাজপুর সদর উপজেলার নোভারা স্কুলে চলছে এ নির্বাচন।  

জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভোটারদের ক্লান্তি দূর করতে ১০ মণ দুধের ব্যবস্থা করেছেন প্রার্থী মাহাবুব রহমান। এসব ভোটার সেই দুধ পান করছেন।  

জেলার বিরামপুর উপজেলা থেকে আসা ট্রাক চালক সোহরাব হোসেন বলেন, নির্বাচনকে ঘিরে অনেক রকম খাবারের আয়োজন করা দেখেছি। কিন্তু দুধ খাওয়ানোর ব্যবস্থা আজকে প্রথম দেখলাম। শীতের দিনে গরম দুধ খেয়ে ভালোই লাগছে। ওনার মার্কা আবার গাভী, তাই গাভীর দুধ খাওয়ানোর মাধ্যমে তার নির্বাচনের প্রচারণাও হচ্ছে। সব মিলিয়ে আমার কাছে বিষয়টি ব্যতিক্রম লেগেছে।

বীরগঞ্জ উপজেলা থেকে আসা জসিম উদ্দিন নামে ট্রাকের এক হেলপার বলেন, আমরা আজকে নির্বাচনে সদরে আসছি। তারপর অনেক ভিড় দেখতে পেয়ে এখানে আসলে দেখি ভোটারদের দুধ পান করানোর ব্যবস্থা করা হয়েছে। আমিও দুধ পান করেছি এখানে।  

নিজের এই ব্যতিক্রমী প্রচারণার বিষয়ে মাহবুবুর রহমান বলেন, আমি গাভী প্রতীক নিয়ে নির্বাচন করছি। তাই ভোটারদের জন্য ১০ মণ দুধের ব্যবস্থা করেছি। ভোটাররা দূরদূরান্ত থেকে এসে উৎসবমূখর পরিবেশে ভোট দিচ্ছে। দূর থেকে আসা ভোটাররা এসব দুধ খেয়ে কিছুটা ক্লান্তি দূর করতে পারছেন।  

তিনি আরও বলেন, ভোটাররা তাদের পছন্দের নেতা নির্বাচন করবে। ভোটে হার-জিত যেটাই হোক তাতে আফসোস নেই। আমি সর্বদা শ্রমিকদের সঙ্গে থেকে কাজ করে যেতে চাই।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।