ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন

সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার জামগড়া শিমুলতলা দরগাহ পাড়ায় মিস্টারের জুটের গোডাউনে এ আগুন লাগে। বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্ট্যাশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে থেকে আমাদের জানানোর পর দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। আমাদের তিনটি ইউনিট কাজ করেছে। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আপাতত আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।