ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে দেশিয় অস্ত্রসহ ৩ চোরাকারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
সুন্দরবনে দেশিয় অস্ত্রসহ ৩ চোরাকারবারি আটক

বাগেরহাট: বাগেরহাটের মোংলার পশুর নদী থেকে ইঞ্জিন চালিত বোট ও দেশিয় অস্ত্রসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন মোংলা উপজেলার জয়মনির টোটা এলাকায় পশুর নদী হতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মোংলা উপজেলার আল আমিন (৩৪), মো. আশিক (৩২) এবং মো. আরিফ (৩০)।

এ সময় আটক করা নৌকা থেকে ২২ বক্স গোল্ডেন ব্রিজ ওয়েল্ডিং মেটারিয়াল, ৯টি মেটালিক ফ্যান লোবার, ১০টি জয়েন্ট বুশ, এবং চাপাটি, দা, ছুড়ি, লোহার রডসহ বেশকিছু দেশিয় অস্ত্র জব্দ করা হয়। এছাড়া আটকদের কাছ থেকে নগদ এক লাখ ৩২ হাজার ১৬০ টাকা, মুঠোফোন এবং ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।

জব্দ মালামাল ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান। তিনি বলেন, সুন্দরবনে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বেশকিছু মালামাল ও দেশিয় অস্ত্রসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।