ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

শীতবস্ত্র বিতরণ করলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
শীতবস্ত্র বিতরণ করলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ শীতবস্ত্র বিতরণ করছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের গরিব, দুঃস্থ ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. আজিজ আহমেদ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ টরকী গ্রামে তার নিজ বাড়িতে ড. আজিজ আহমেদ উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।

তার নিজ উদ্যোগে পরিবারের পক্ষ থেকে প্রায় ৫ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আজিজ আহমেদের স্ত্রী, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য শাহজাহান প্রধান, যুবলীগ নেতা লালমিয়া সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ড. আজিজ আহমেদ বলেন, প্রতিটি মানুষেরই সামাজিক দায়বদ্ধতা আছে এবং সে দায়বদ্ধতা পালন করা সবারই দায়িত্ব বলে আমি মনে করি। তাহলে সমাজের মানুষগুলো ভালো থাকতে পারেন। তিনি যার যার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
জেএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।