ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতু এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
পদ্মা সেতু এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ৩০ 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে খানবাড়ি এলাকার পদ্মা সেতুর টোলপ্লাজার সংলগ্ন আইল্যান্ডের উপর এ ঘটনা ঘটে।

 

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জিয়াউল হায়দার বাংলানিউজকে বলেন, শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল বরিশাল গামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলো। বাসের ভিতরে থাকা সকলেই কম বেশি আহত হয়েছে। কয়েকজন হালকা কাটাছিড়া রক্তাক্ত জখম হয়।  

তিনি আরও বলেন, বাসটি উদ্ধার করে পদ্মা সেতু থানায় নিয়ে আসা হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।