ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বড়দিন উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
বড়দিন উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

রাজশাহী: ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে রাজশাহী মহানগরীতে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। খ্রিষ্টান ধর্মাবলম্বীরা এদিন গির্জায় গিয়ে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করবেন।

আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপনে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের মানতে হবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিধিনিষেধ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় নিষেধাজ্ঞা জারির ব্যাপারে জানান সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে- রোববার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে (১৯৯২ এর ২৬ এর ১ এর- ঢ, ২৯ এর ১ এর-ক ও খ ধারা) অর্পিত ক্ষমতাবলে মহানগর এলাকায় সকল প্রকার অস্ত্র, আতশবাজি, পটকাসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ক্রয়-বিক্রয়- ব্যবহারে নিষেধাজ্ঞা। এ ছাড়া হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন পরিহার।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।