ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
নওগাঁয় তাপমাত্রা নামলো ১০ ডিগ্রিতে

নওগাঁ: ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় উত্তরের জেলা নওগাঁয় শীত জেঁকে বসেছে। পৌষের শুরুতেই তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।


 
কুয়াশায় ছেয়ে ছিল নওগাঁর পথ-ঘাট, প্রান্তর। কুয়াশার কারণে সড়কগুলোতে বাস, ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেলকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। সকাল ১০ পর্যন্ত মেলেনি সূর্যের দেখা।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আজকে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে। চলতি মাসের শেষের দিকে ও আগামী বছরের শুরুতে তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।