ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় শিশু ও নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় শিশু ও নারীর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছে।  

রোববার (২৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে কুষ্টিয়া-পোড়াদহ সড়কের বটতৈল দোস্তপাড়া এলাকায় অটোরিকশা থেকে পড়ে সাথী খাতুন (৩০) নামের এক নারীর মৃত্যু হয়।

নিহত সাথী খাতুন মিরপুর উপজেলা আমলা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।  

সাইফুল ইসলাম জানান, বাড়ি থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য সাথী খাতুন ইজিবাইকে চড়ে শহরের দিকে আসছিলেন। পথে হঠাৎ ইজিবাইক থেকে ছিটকে পড়ে যান সাথী খাতুন। মাথায় গুরুতর আঘাত পাওয়া সাথীকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে বিকেলে কুষ্টিয়ার হরিপুর এলাকায় ইজিবাইকচাপায় অন্তর (৩) নামের এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়।  

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন পৃথক দুটি দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।