ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রাকচাপায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
ঝিনাইদহে ট্রাকচাপায় বাইকার নিহত প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকচাপায় আনন্দ কুমার (৪২) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। সে সময় আহত হয়েছেন মহেন্দ্র নামে আরও একজন।

 

রোববার (২৫ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ-মাগুরা সড়কের বাদামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের নিরাপদ বিশ্বসের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে আনন্দ ও মহেন্দ্র মাগুরা থেকে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। পথে বাদামতলা এলাকায় ট্রাকচাপায় গুরুতর আহত হন তারা। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আনন্দ মারা যান।  

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২ 
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।