ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মদনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
মদনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাবুল চন্দ্র দাস (৪০) নামে এক মুদি দোকানদার খুন হয়েছেন।  

রোববার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে মদন বাজারের কাছে তাকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

বাবুল দাস উপজেলার পৌর সদরের মদন গ্রামের হেমচন্দ্র দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মদন বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল দাস প্রতিদিনের মতো রোববার রাত ১০টায় দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে পেছন থেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে পাশের মন্দিরে থাকা লোকজন বাবুলকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২ 
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।