ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

হাঁটু পানিতে নেমেই অজ্ঞান পর্যটক মারা গেলেন হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
হাঁটু পানিতে নেমেই অজ্ঞান পর্যটক মারা গেলেন হাসপাতালে ফাইল ফটো

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে ডুবে প্রাণ হারিয়েছেন ইকবাল হোসেন (৫২) নামে এক পর্যটক।

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

মৃত পর্যটক গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা মিন্নাত আলীর ছেলে।  

ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা জানান, ইকবাল পরিবার-পরিজন নিয়ে সমুদ্র সৈকতে গোসলে নামেন। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। এরপর তাকে লাইফ গার্ড কর্মীরা দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

মৃতের মেয়ে সিরাজুম মনিরা(২০) জানান, বাবা হাঁটু পানিতে নেমেছিলেন। এরপর হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পানিতে ডুবে যান।  

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই পর্যটকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) চৌধুরী মিজানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে  জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬,২০২২
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।