নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি করে পালানোর সময় আ. মান্নান মুন্সি নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে শ্রমিকরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে নোঙর করা অবস্থায় এমভি সিক্স সিস্টার-২ জাহাজে এ ঘটনা ঘটে।
এমভি সিক্স সিস্টার-২ জাহাজে ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, ২৩ ডিসেম্বর চট্টগ্রাম থেকে কয়লা ভর্তি করে নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে এমভি সিক্স সিস্টার-২ জাহাজ রওনা দেয়। জাহাজে ছিলেন চালক রবিউল, মাস্টার মাসুদ রানা, স্টাফ দেলোয়ার হোসেন, বায়েজিদ, সাব্বির মোল্লা, সাজ্জাদ হোসেন, রোমান, মিলন মোল্লা ও শফিকুল ইসলাম।
৩০ ডিসেম্বর সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে জাহাজ আসলে এখানেই কয়লা আনলোড করার জন্য নোঙর করা হয়। ৩১ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে ইঞ্জিন চালিত ট্রলার যোগে ৫/৬ জন অস্ত্রধারী ডাকাত জাহাজে হামলা চালায়। এসময় তারা জাহাজে অবস্থানরত সকলের কাছ থেকে নগদ টাকা মোবাইল সহ একলাখ সাত হাজার টাকার মালামাল নিয়ে যাওয়ার সময় কয়েকজন স্টাফকে কুপিয়ে জখম করে। তখন ডাক চিৎকারে আশপাশের জাহাজের শ্রমিকরা ধাওয়া করলে ডাকাত মান্নান মুন্সি আটক হয় অন্যরা পালিয়ে যায়।
ফতুল্লা বক্তাবলী নৌ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান জানান, পলাতক ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৫
এমআরপি/এমএম