ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

সাজেকে চান্দের গাড়ি উল্টে চার পর্যটক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
সাজেকে চান্দের গাড়ি উল্টে চার পর্যটক আহত সাজেকে চাঁদের গাড়ি উল্টে চার পর্যটক আহন হয়। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি উল্টে চার পর্যটক আহত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাজেক ইউনিয়নের হাউজপাড়ায় এ ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেকের হাউসপাড়া থেকে ১২জনের পর্যটক দল একটি চান্দের গাড়ি নিয়ে খাগড়াছড়ি জেলায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চার পর্যটক আহত হয়। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এর আগে ২৩ ডিসেম্বর সাজেকে চান্দের গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক পর্যটকের মৃত্যু হয়। এছাড়াও গত দুইদিনে দুর্ঘটনার শিকার হয়েছেন কমপক্ষে ১০ জন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।