ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

নিষিদ্ধ ঘনচিনি বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
নিষিদ্ধ ঘনচিনি বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জ: নিষিদ্ধ ঘনচিনি বিক্রিসহ কয়েকটি অপরাধে মুন্সিগঞ্জ সদরের রিকাবীবাজারে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান চালিয়ে বাজারের বনিক স্টোরকে ওই জরিমানা করেন।

তিনি জানান, রিকাবীবাজার এলাকার ওই প্রতিষ্ঠানটিতে চালালে সেখানে নিষিদ্ধ ঘনচিনি ও জর্দার রংয়ের নামে নন ফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।