ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীতে ৩ ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
গাংনীতে ৩ ইটভাটা মালিককে জরিমানা

মেহেরপুর: অনুমোদন না নিয়ে ইটভাটা চালানোর অপরাধে গাংনী উপজেলার গাঁড়াডোব পুড়াপাড়া এলাকায় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার গাঁড়াডোব পুড়াপাড়া এলাকার মোয়াজ ব্রিকস, ফাইভ স্টার ও আর এস বিসি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভাটা তিনটিতে অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও বিপণন করার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৮ এর ১৫(১) ধারায় ভাটা মালিকদের ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।