ঢাকা: রাজধানীর পল্টনে একটি বাসায় লিমা (১৬) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ এর কারণ খুঁজছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লিমাকে মারাত্মক অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পল্টন এলাকা থেকে লিমাকে ঢামেকে আনা হয়। যারা নিয়ে এসেছিলেন তারা হাসপাতালকে লিমার মৃত্যুর ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি হননি। জানা গেছে, গৃহকর্মী লিমা ভবন থেকে নিচে পড়ে গিয়েছিল। কীভাবে ঘটনাটি ঘটেছে সেটি জানাতে অস্বীকার করে গৃহকর্তারা। লিমার দুই পা ভাঙা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে পল্টন থানা তদন্ত করছে।
খাইরুল কবির নামে লিমার গৃহকর্তা জানান, তারা পুরানা পল্টন কালভার্ট রোডের ইস্টার্ন রেইনবো টাওয়ারে বসবাস করেন। তিসি স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। ভবনের ১৪ তলায় তার মেয়ে ডা. অনন্যা থাকেন। লিমা তাদের বাসায় দেড় বছর ধরে কাজ করছিল। নয় ও ১৪ তলায় কাজ করতো লিমা।
তিনি বলেন, সকাল ১০টার দিকে নয়তলায় আমাদের কক্ষে নাস্তা দেয় লিমা। এর কিছুক্ষণ পর আমাদের আরেক গৃহকর্মী জানায় লিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিচ থেকে নিরাপত্তাকর্মীরা চিৎকার করে বলছিল, কেউ উপর থেকে পড়ে গিয়েছে। পরে ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় লিমাকে দেখতে পাই। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লিমা কীভাবে নিচে পড়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেননি খাইরুল।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাছান জানান, আমরা জেনেছি লিমা ১৪ তলা থেকে নিচে মাটিতে পড়ে গিয়েছিল। বিষয়টির বিস্তারিত জানতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লিমার বাড়ি ময়মনসিংহ। বাবার নাম মো. নয়ন। তাদের খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এজেডএস/এমজে