ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফকিরহাটে তেলবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
ফকিরহাটে তেলবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে তেলবাহী ট্রাকের ধাক্কায় শাজাহান হাওলাদার (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।  

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাজাহান হাওলাদার রূপসা উপজেলার পাঁচানী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, ভ্যানচালক শাজাহান যাত্রী নিয়ে ফলতিতা মৎস্য আড়তের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শাজাহান নিহত হন। তবে ভ্যানের যাত্রীরা অক্ষত রয়েছেন।  

মোল্লাহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।