ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হনুমানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত হনুমানের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আহত একটি হনুমানের মৃত্যু হয়েছে।
 
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরতলীর রাজারহাট এলাকায় চিকিৎসাধীন হনুমানটির মৃত্যু হয়।

জানা যায়, রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ওই এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে হনুমানটি। পরে স্থানীয়দের সহায়তায় জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কর্মীরা হনুমানটি উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন জানান, বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়া হনুমানটির শরীরে তিন জায়গা জখমসহ বিভিন্ন স্থানে পুড়ে যায়। তাৎক্ষণিক হনুমানটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে চিকিৎসা দেওয়ার পরে হনুমানটি কিছুটা সুস্থ হয়ে ওঠে। পরে বুধবার (২৮ ডিসেম্বর) সকালে আবার অসুস্থ হয়ে পড়ে। তারপর হনুমানটি মারা যায়। পরে এলাকাবাসীর সহায়তায় হনুমানটির মরদেহ কুষ্টিয়া মহাশ্মশানে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।