ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ৪ বস্তা ফেনসিডিলসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
গোবিন্দগঞ্জে ৪ বস্তা ফেনসিডিলসহ ২ যুবক আটক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বস্তাতে ১ হাজার ৪৮ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আকট করেছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাইবান্ধার নবযোগদানকৃত পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার সাহেব ডাংগা গ্রামের আমির উদ্দীনেরর ছেলে ইমরান আলী (২১) ও একই গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে রবিউল ইসলাম (১৯)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী পিকআপভ্যান তল্লাশি করা হয়। এ সময় ওই গাড়িতে রাখা ২৫টি কাঠের গুড়ার বস্তার মধ্যে চারটি বস্তায় কৌশলে রাখা ১ হাজার ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ সময় মাদক বহনকারী দুই যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে গতকালই একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।