ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন, সম্পাদক শিমুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
লক্ষ্মীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন, সম্পাদক শিমুল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে কেন্দ্রীয় নেতারা নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।

 

এতে সর্বসম্মতিক্রমে স্বপন দেবনাথকে সভাপতি ও শিমুল সাহাকে সাধারণ সম্পাদক করা হয়।  

এছাড়া অ্যাডভোকেট প্রিয়লাল নাথকে সিনিয়র সহ-সভাপতি ও প্রধান উপদেষ্টা হিসেবে শংকর মজুমদারের নাম ঘোষণা করা হয়েছে।

সংগঠনের সদস্যদের সঙ্গে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক সমন্বয় করে পরবর্তীতে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার কথা রয়েছে।

এদিকে কমিটি ঘোষণার পরপর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, জেলার সনাতন ধর্মাবলম্বীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন ন্যায্য অধিকার সংরক্ষণে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সচেষ্ট ভূমিকা পালন করবো।

এ কাজে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।