ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ৪ দুর্ঘটনাকবলিত বাস।

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে চারজন আহত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দিঘীরত্না সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে জেলার নবাবগঞ্জ, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ সরকার বলেন, শুক্রবার রাতে নিউ পিংকি স্পেশাল পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাখালী থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশে রওনা হয়। পথে শনিবার সকালে উপজেলার দিঘীরত্না এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে। এতে চারজন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।