ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘থার্টি-ফাস্ট নাইট’ উদযাপন করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
‘থার্টি-ফাস্ট নাইট’ উদযাপন করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু

ঢাকা: রাজধানীর মানিকদি এলাকায় ‘থার্টি-ফাস্ট নাইট’ উদযাপন করতে গিয়ে ট্রাক ধাক্কায় মোটরসাইকেলে চালক মোস্তাফিজুর রহমান (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) ক্যান্টনমেন্ট থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত দেড়টা দিকে মানিকদী নামাপাড়া প্রবেশ মুখে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যায়।

তার সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী অক্ষত আছেন বলে জানা যায়।

তিনি আরও জানান, ইংরেজি নতুন বছর উদযাপন করতেই তারা মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিল। পরে ট্রাকের ধাক্কায় মারা যায়।
ঘটনার পর পরই ট্রাকটা পালিয়ে যায়। তবে বিস্তারিত জানার জন্য কাজ করা হচ্ছে।  

মৃতদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।