ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবদীতে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
মাধবদীতে বাসের সঙ্গে সংঘর্ষে
পিকআপ ভ্যানের চালক নিহত

নরসিংদী: নরসিংদীর মাধবদী উপজেলায় বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক জসিম মিয়া (২৪)।

 

রোববার (১ জানুয়ারি) সকালে মাধবদী থানার বাবুরহাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আবদুল জব্বারের ছেলে।  

হাইওয়ে পুলিশ জানায়, সকালে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর পিকআপ ভ্যানটি ভৈরবের দিকে যাচ্ছিল। পথে বাবুরহাট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে বাস ও পিকআপ ভ্যানের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক জসিম মারা যান। আর তার সহকারী আহত হন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ইটাখলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (ইউএনও) নূর হায়দার তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে ঘন কুয়াশা থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা বাস ও পিকআপ ভ্যান জব্দ করে ফাঁড়িতে নিয়ে এসেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।