ঢাকা: ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে আবদুল আউয়াল ঠাকুর ও সাধারণ সম্পাদক পদে গাজী মো. ইউসুফ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার সমিতি ভবনে।
নির্বাচনে আউয়াল ঠাকুর-গাজী ইউসুফ পরিষদ ও আমিনুল হক-সায়াদাত হোসেন পরিষদ অংশ নেয়।
নির্বাচনে কর্মকর্তা পদে পাঁচটি ও নির্বাহী সদস্য পদে সাতটির মধ্যে আউয়াল ঠাকুর-গাজী ইউসুফ পরিষদে সভাপতি পদে আবদুল আউয়াল ঠাকুর, সহসভাপতি পদে এনায়েত হোসেন খান, সাধারণ সম্পাদক পদে গাজী মো. ইউসুফ, যুগ্ম সম্পাদক পদে মো. আবুল হাশেম মজুমদার, নির্বাহী সদস্য পদে মো. শাহাজাহান মজুমদার, আতিকুজ্জামান খানসহ ছয়টি পদে নির্বাচিত হয়েছেন।
আমিনুল হক-সায়াদাত হোসেন প্যানেলে কোষাধ্যক্ষ পদে রফিকউদ্দিন, নির্বাহী সদস্য পদে সাবিয়া খন্দকার, হাসিনা আকতার, ইমতিয়াজ চৌধুরী গালিব, আবদুল হাদি ও মঈন উদ্দিন নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এমএমআই/এসআরএস