ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে শুরু হয়েছে ‘ফ্যামিলি ফেস্টিভ্যাল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
ফেনীতে শুরু হয়েছে ‘ফ্যামিলি ফেস্টিভ্যাল’

ফেনী: নতুন বছর ও শীতের আনন্দকে উপভোগ করতে রোববার ( ১ জানুয়ারি) বছরের প্রথম দিন থেকে ফেনীর গ্রান্ড সুলতান কনভেনশন হলে ইসলাম ডেন্টাল কেয়ারের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে ‘ফ্যামিলি ফেস্টিভ্যাল-২০২৩’।  

নারী উদ্যোক্তাদের সংগঠন ‘ফেনী অনলাইন ফিমেল এন্ট্রেপ্রেনর্স’-এর উদ্যোগে দুদিনব্যাপী এ আয়োজনের উদ্ভোধন করেন জেলা পুলিশ সুপার জাকির হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ইসলাম ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ডা. আমিনুল ইসলাম ভুইয়া রাসেল, আপন ইভেন্টস-এর পরিচালক কামরুল হাসান রানা, বন্ধন ওমেন্স পার্লারের স্বত্বাধিকারী নাজনীন নাজু, একে কর্পোরেশনের পরিচালক ফরিদা ইয়াসমিন রিমি, আয়োজক সংগঠন ফফের সভাপতি রোমানা আক্তার রুমা-সহ পরিচালকরা।
 
দুদিনব্যাপী এ আয়োজনে থাকছে শীতের পিঠা, সাংস্কৃতিক আয়োজন, গ্রাম-বাংলার খেলা, উদ্যোক্তাদের পন্যের বাহারি স্টলসহ নানা আয়োজন।
 
আপন ইভেন্টস-এর ব্যবস্থাপনায় এতে সহযোগিতা করছে নারীদের দুটি প্রতিষ্ঠান বন্ধন ওমেন্স পার্লার ও এ.কে কর্পোরেশন। ফেস্টিভ্যাল চলবে আজ ২ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এসএইচডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।