ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রাক উল্টে ৩৬ হাজার ডিম রাস্তায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
ট্রাক উল্টে ৩৬ হাজার ডিম রাস্তায় ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীতে ডিম বোঝাই একটি মিনি ট্রাক উল্টে ৩৬ হাজার ডিম রাস্তায় পড়ে নষ্ট হয়েছে। এ ঘটনায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

সোমবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের জেলা প্রাণী সম্পদ দপ্তরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ডিম ব্যবসায়ী খোকন  বলেন, একটি মিনি ট্রাকে ডিম বোঝাই করে পাবানা জেলা থেকে শরীয়তপুর যাচ্ছিলাম। পথিমধ্যে রাজবাড়ী জেলার পশু হাসপাতালের সামনের সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক ও আমার কোনো ক্ষতি না হলেও  ট্রাকের ১ হাজার ২০০ কেসে থাকা ৩৬ হাজার ডিম ভেঙে নষ্ট হয়েছে। এতে আমার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাজবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তারক নাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ডিম ভেঙে সড়ক ভেসে গেছে। রাস্তার একপাশ বন্ধ রেখে ব্যবসায়ীকে ভাঙা ডিমগুলো সরাতে বলেছি। ডিম অপসারণ হলে রাস্তা খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।