ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে রেল বিভাগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
সৈয়দপুরে রেল বিভাগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা 

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ডের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে।  

সোমবার (২ জানুয়ারি) সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) স্থানীয় রেলওয়ে মর্তূজা মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত পরিচালক (এডিজি, আরএস) মো. মঞ্জুর-উল আলম চৌধুরী।  

বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের  প্রধান যন্ত্র প্রকৌশলী  মুহাম্মদ কুদরত-ই খুদা ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য বলেন, রাজশাহী রেলওয়ের ডেপুটি কমান্ডার মো. মোজাম্মেল হক, বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সৈয়দপুর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোনায়মুল হক, কারিগর পরিষদের সৈয়দপুর রেলওয়ে কারখানা শাখার সভাপতি শ্রমিক নেতা হাবিবুর রহমান, রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম ও সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসমিকা রুখসারসহ অনেকে।

শেষে সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।