ঢাকা: বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে আজ বিকেলের মধ্যে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার মধ্যেই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, অফিস চলাকালীন সময়ের পরে মনোনয়নপত্র জমা নেওয়া হবে না।
আগামী ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি (আজ), মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৫ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। সবগুলো আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।
গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগপত্র ই-মেইলে স্পিকারের কাছে পাঠিয়েছেন বলে জানানো হয়। এরপর প্রথমে ছয়জন ও পরে একজন স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন। স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ করলে আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। তার ভিত্তিতে ইসি ছয় আসনে উপ-নির্বাচনের তফসিল দেয়। একটি সংরক্ষিত আসন বিধায় সেটির নির্বাচন নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেবে সংস্থাটি।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৩
ইইউডি/এমএইচএস