ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাজেকে স্কুল খুলল বিজিবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
সাজেকে স্কুল খুলল বিজিবি

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকার শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাঘাইহাট ৫৪ ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) উপজেলার সাজেক ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দুর্গম উদলছড়ি বিওপি এলাকায় বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসির পক্ষে উদলছড়ি প্রাথমিক বিদ্যালয়টি উদ্ধোধন করেন- উদলছড়ি বিওপির বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. হেলাল উদ্দিন।

স্থানীয়রা জানন, সাজেকের শিশুরা আগে প্রাথমিক শিক্ষা বঞ্চিত হতো। এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ায় তারা প্রাথমিক শিক্ষার সুবিধা পাবে। উদ্বোধনের দিনে শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে।

বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি জানায়, উদলছড়ি বিওপির আওতাধীন কয়েকটি গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তাই এসব এলাকার শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছে। ওই এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে বিজিবি এমন উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।