ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
বেনাপোলে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত 

বেনাপোল (যশোর): কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন।  

রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের সীমান্তরক্ষী বাহিনীরে এ সম্মেলন।

সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি আলোচনা চলবে বলে জানিয়েছেন বিজিবির মুখপাত্র। সীমান্ত হত্যা বন্ধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক ও চোরাচালান বন্ধসহ বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।  

এ সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিজিবির ২১ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ এবং ভারতীয়  বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার। উভয় দেশের ৫ জন করে প্রতিনিধি সম্মেলনে নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।