ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনা পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
পাবনা পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ 

পাবনা: পাবনা পৌর এলাকার ফুটপাত দখলমুক্তসহ বিভিন্ন সড়কের দুইধারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।  

রোববার (৮ জানুয়ারি) দুপুরে শহরে প্রবেশের প্রধান পথ আব্দুল হামিদ সড়ক থেকে এ অভিযান শুরু হয়।

পরে শহরে বড় ব্রিজ হয়ে সরকারি এডওয়ার্ড কলেজ গেটে গিয়ে প্রথম দিনে অভিযান শেষ হয়।  

দীর্ঘ প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে স্থাপিত বিভিন্ন অবৈধ স্থাপনা, সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। অভিযান চলাকালে বুলডোজার দিয়ে সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

পাবনা জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পাবনা পৌরসভা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পাবনা পৌরসভার সারভেয়ার ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান সড়কের ফুটপাত দখলমুক্ত সহ সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের এই কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।