ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
সৈয়দপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (০৯ জানুয়ারি) সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন। এতে সভাপতিত্ব করেন ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান।

অন্যান্যদের মধ্যে সেখানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহিন, এরশাদ হোসেন পাপ্পু ও ক্রীড়া সংস্থার সদস্য স্থানীয় ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী শাব্বু প্রমুখ।

সেখানে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে চারটি ব্যাট, ছয়টি উইকেট, দুই সেট করে ক্রিকেট কিটব্যাগ এবং ১০টি প্রতিষ্ঠানে ভলিবল দেওয়া হয়। এর আগে সেখানে স্কুল ভিত্তিক ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।