ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় প্রাইভেটকারে মিলল ১৯ কেজি গাঁজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
গাইবান্ধায় প্রাইভেটকারে মিলল ১৯ কেজি গাঁজা

গাইবান্ধা: গাইবান্ধা শহরে ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে ট্রাফিক পুলিশ।

সোমবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গাইবান্ধা শহরের ট্রাফিক বক্সের সামনের গোল চত্ত্বরে গাড়িটি জব্দ করা হয়।

গাইবান্ধা ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইসতিয়ার উদ্দিন বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে শহরের গোল চত্ত্বর এলাকায় সাদা রঙের একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময়  বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তবে সেখান থেকে চালক পালিয়ে গেলেও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।