সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়ার ৫ দিন পর জহুরা বেগম (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জহুরার মৃত্যু হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, সোমবার (৯ জানুয়ারি) শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে একটি পাত্রের ভেতরে কয়লার আগুন নিয়ে পোহাচ্ছিলেন বৃদ্ধা জহুরা। আগুন পোহানোর এক পর্যায়ে অসাবধাণতাবশত তার কাপড়ে আগুন লেগে যায় এবং তিনি দগ্ধ হন। এ সময় তিনি চিৎকার করে উঠলে পরিবারের লোকজন এসে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এসএ