ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: নেপালের পোখারায় মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচন্ডা’কে লেখা একটি শোকবার্তায় শেখ হাসিনা বলেন, নেপালের পোখারায় যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনা এবং নেপালি ও কয়েকজন বিদেশিসহ ৭২ আরোহী মারা যাওয়ার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত।

প্রধানমন্ত্রী বলেন, গভীর শোকের এ সময়ে আমরা ক্ষতিগ্রস্ত পরিবার ও নেপালের শোকাহত জনগণের পাশে আছি, তাদের জন্য প্রার্থনা করি। যারা প্রিয় স্বজন-বন্ধু হারিয়েছেন তাদের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তির জন্য ও বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।