ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ১৬ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
নিখোঁজের ১৬ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর ছয় বছর বয়সী এক শিশুর ঘাড় মটকানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশে আব্দুল্লাহ নামের ওই শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে পূর্বধলা থানা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ছোছাউড়া গ্রামের জামাল মিয়ার ছেলে আব্দুল্লাহ (৬) ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুলের ছাত্র। সোমবার বিকেলে খেলাধুলার জন্য সে বাড়ি থেকে বের হয়। সন্ধার পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চারপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে পরে এলাকায় মাইকিং করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা শিশুটিকে হত্যা করেছে খতিয়ে দেখা হচ্ছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।